- যারা মাইক্রোসফট অফিস সম্পর্কে বেসিক ধারণা রাখেন কিন্তু অ্যাডভান্সড লেভেলে কাজ করতে গিয়ে আটকে যান।
- যেসব ছাত্র বিভিন্ন একাডেমিক ডকুমেন্ট যেমন, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ইত্যাদি সহজেই ফরম্যাটিং করতে চান।
- যেসব প্রফেশনাল একই সাথে অফিসের সবচেয়ে প্রয়োজনীয় তিনটি সফটওয়্যারের খুঁটিনাটি শিখে কাজের গতি বাড়াতে চান।
মাইক্রোসফট অফিসের বান্ডেল সম্পর্কে
কম্পিউটার কেনার পর সবার আগে আমরা মাইক্রোসফট অফিস ব্যবহার করতে শিখি বলে আমরা মনে করি, মাইক্রোসফট অফিস আমাদের বেশ ভালোভাবে জানা। কিন্তু কোনো ফরমাল কাজে ব্যবহার করতে গেলে দেখা যায়, আপাতদৃষ্টিতে সাধারণ এই সফটওয়্যারগুলোতেও খুঁটিনাটি অনেক কিছু শেখার আছে।
আজকাল যেকোনো ভালো চাকরিতে ধরেই নেয়া হয়, আপনি মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো ধারণা রাখবেন। ছাত্র অবস্থায়ও জানা থাকা প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট কিংবা কিংবা এক্সেল-এর কাজ। মাত্র এই তিনটি সফটওয়্যারের ব্যবহার শিখে নিলে আপনার ক্যারিয়ার এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপনি নিজেই বানাতে পারবেন।
একইসাথে এই সব কিছু শেখার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে টেন মিনিট স্কুলের "Microsoft Office 3 in 1 Bundle!" কোর্স। MS Word, MS Excel এবং MS Powerpoint এর বেসিক থেকে অ্যাডভান্স সকল খুঁটিনাটি জানা থাকলে স্টুডেন্ট লাইফে ভালো রেজাল্টের সাথে সাথে প্রফেশনাল লাইফের প্রস্তুতিও হবে নিশ্চিন্তে।
আর দেরি না করে, মাইক্রোসফট অফিসের এই তিনটি সফটওয়্যার শিখে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ভর্তি হোন “Microsoft Office 3 in 1 Bundle” কোর্সে।